পীরগঞ্জে মাঝিপাড়ায় সহিংসতার অন্যতম হোতা গ্রেপ্তার

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

ফেসবুকে ‘ধর্মীয় অবমাননার’ কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার ‘হোতাদের একজনকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে র‌্যাবের এক বার্তায় বলা হয়, রংপুরের পীরগঞ্জে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট করার উদ্দেশে হামলা ও অগ্নিসংযোগ ঘটনার অন্যতম হোতাকে র‌্যাব গ্রেপ্তার করেছে। খবর বিডিনিউজের।
তবে তার নাম, কোথা থেকে তাকে কখন গ্রেপ্তার করা হয়েছে, কিংবা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সেসব তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি র‌্যাব। তাদের বার্তায় বলা হয়, আজ শনিবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে। দুর্গাপূজা সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে দেশের বিভিন্নস্থানে সহিংসতা শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধচিনির বাজার নিম্নমুখী
পরবর্তী নিবন্ধবিদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা তুলছে মালয়েশিয়া