দেশি বিদেশি ক্বারীদের নিয়ে আনোয়ারা উপজেলার পীরখাইন গ্রামে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন গতকাল শনিবার ওলামা ও ত্বলাবা ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুল মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশন সভাপতি হাফেজ হেলাল উদ্দীনের সভাপতিত্বে ও মাওলানা সোলায়মান, মাওলানা ওমর ফারুক ও আবরারুল হক জাবেরের যৌথ সঞ্চালনায় এতে মিশর, তানজানিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত ক্বারিবৃন্দ ক্বেরাত পরিবেশন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন জামিয়াতুন নূর আল–আলামিয়্যাহ মাদ্রাসার প্রতিষ্ঠিতা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। বিশেষ অতিথি ছিলেন এম আই ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তৈয়ব ও সমাজসেবক আব্দুল জলিল। উপস্থিত ছিলেন মাওলানা মনসুর, ক্বারী আমানুল্লাহ দৌলত, মাওলানা মুহাম্মদ আহমদুল হক, মাওলানা ক্বারী আবুবক্কর, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, মাওলানা ক্বারী মাহমুদুর রহমান, ক্বারী মফিজুল হক, ক্বারী মিনহাজ উদ্দিন, গিয়াস উদ্দিন চৌধুরী, মো. জামশেদুল আলম, লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম প্রমুখ। হাফেজ মাওলানা হেলাল উদ্দীন বলেন, আনোয়ারার পীরখাইনে আন্তর্জাতিক মাহফিলে ক্বেরাত পরিবেশন করেন তানজানিয়ার ক্বারী ঈদী শাবান, মিশরের ক্বারী ড. সালাহ মুহাম্মদ সোলায়মান, ক্বারী মুহাম্মদ ছানাদ আবদুল হামিদ, তানজানিয়ার ক্বারী আহমেদ হিজা, বাংলাদেশের ক্বারী আব্বাস উদ্দীন সহ দেশের বিভিন্ন ক্বারীগণ। আন্তর্জাতিক ক্বিরাত সংগঠনগুলোর আমন্ত্রণে এসব বিদেশি ক্বারী বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ওলামা ও ত্বলাবা ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মাওলানা সোলায়মান।