পি কে হালদারের ‘সহযোগী’ অবন্তিকা দুদকের রিমান্ডে

| বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

পি কে হালদারের ‘ঘনিষ্ঠ সহযোগী’ অবন্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে দুদক। গতকাল বুধবার দুপুরে ধানমণ্ডি থেকে অবন্তিকাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। সেই আবেদনের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অবন্তিকার পক্ষে দুজন আইনজীবী রিমান্ড শুনানিতে অংশ নিতে ওকালতনামা দাখিল করেন। কিন্তু আবেদনে সঠিক নিয়মে সই না করায় বিচারক তা গ্রহণ করেননি বলে জানিয়েছেন দুদকের অন্যতম আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। খবর বিডিনিউজের।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, পি কে হালদারের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলার তদন্তে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদক থেকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবন্তিকা বলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ‘কিছুই জানেন না’ তিনি। অবৈধ সম্পদ আছে কিনা, এ প্রশ্নের উত্তরে অবন্তিকা বলেন, এটা দুদক জানে, আমি বলতে পারব না।

পূর্ববর্তী নিবন্ধবড়হাতিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক খুন
পরবর্তী নিবন্ধবড়পুকুরিয়া খনির সাবেক ছয় এমডিসহ ২২ জন কারাগারে