পি আর পদ্ধতিতে অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে

দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসবমুখর নির্বাচন আদায়ে পুরো জাতি আজ বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেন তেন উপায়ে কারো চাপিয়ে দেয়া নির্বাচন জনগণ মেনে নেবে না। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে সেই অনুযায়ী পি আর পদ্ধতিতে অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার পটিয়াস্থ হল টুডে মিলনায়তনে দক্ষিণ জেলা আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাফর সাদেক বলেন, জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে হবে। কারো সাথে সংঘাতে না জড়িয়ে ভোটারদের কাছে গিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে ইউনিয়নের প্রতিটি ইউনিটে নিয়মিত গণসংযোগ অব্যাহত রাখতে হবে। জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমদুল হাসান, মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দিন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, আ ক ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে জশনে জুলুস ও মিলাদুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধমাকে নালিশ দেয়ায় মামাকে গুলি