পিসি রোড ওয়াপদা মোড়ে ওভারব্রিজের দাবি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

স্কুল, হাসপাতাল, অফিসসহ নানা ধরণের কার্যক্রমে ব্যস্ত হয়ে উঠা হালিশহর পোর্ট কানেক্টিং (পিসি) রোডে একটি ফুট ওভারব্রিজের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন এলাকাবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে পত্র দিয়ে এই ফুট ওভারব্রিজের জন্য আবেদন করা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, হালিশহর পোর্ট কানেক্টিং রোডের রাস্তার দুপাড়েই সিলভার বেলসসহ নামি দামি স্কুল, আড়ং, শপিং মল, ব্যাংক এবং অফিস পাড়া মিলে হালিশহর বড়পুল থেকে ওয়াপদা মোড় পর্যন্ত জায়গাটি ভীষণ রকমের ব্যস্ততম এলাকা হয়ে উঠেছে। এখানে প্রতিটি মোড়ই চৌরাস্তা। তাই পথচারী পারাপারে খুবই সমস্যা হচ্ছে। প্রায় প্রতিদিনই বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটে। সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতির। ওয়াপদা মোড়ে একটি ফুটওভার ব্রিজ করে দিলে এলাকাবাসীসহ পথচারীরা বড় দুর্ভোগ থেকে রক্ষা পেতেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলেও স্থানীয় সূত্রগুলো মন্তব্য করেছেন। স্থানীয় একজন স্কুল শিক্ষক বলেছেন, প্রতিদিন ছুটির পর তারা রাস্তায় গিয়ে গাড়ি চলাচল বন্ধ করিয়ে বাচ্চাদের রাস্তা পার করাই। একটি ফুটওভার ব্রিজ থাকলে এমনতর অসুবিধা হতো না বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীর বেশে টেক্সি ছিনতাই
পরবর্তী নিবন্ধসিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ