পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২৭ তম ব্যাচের উদ্যোগে জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নগরীর হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত এই উৎসবে ছিল স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং সৃজনশীলতার উজ্জ্বল উপস্থিতি। বিভাগের দীর্ঘ ঐতিহ্য ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের অবদান উদযাপনে এ আয়োজন হয়ে ওঠে এক অনন্য মিলনমেলা।
উৎসবের উদ্বোধন করেন পিসিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. নূরুল আনোয়ার। তিনি বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের গণমাধ্যম সম্পর্কে আরো গভীর ধারণা এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।
বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল দাশ বলেন, জার্নালিজম ফেস্ট আমাদের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় করবে আশা করছি।
সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত ‘ক্যারিয়ার টক’ সেশনে বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, জনসংযোগ কর্মকর্তা ও আয়োজনের পৃষ্ঠপোষকরা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, প্রভাষক আকিব–উল ওয়াদুদ আলম, প্রভাষক তাসলিমা আক্তার ইরিন, সাংবাদিক সরোয়ার সুমন, চসিক জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ, ইপসার সহকারী পরিচালক মোহাম্মদ আলি শাহিন, বিভাগের প্রাক্তন শিক্ষক টিপু সুলতান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াসির সিলমি, প্রভাষক সারোয়ার কামাল, সায়েদ মুরাদ, মাহিদুল ইসলাম নকিব, মামুন চৌধুরী, মোহাম্মদ আরিফ, রুহুল আমিন সিকদার বিপ্লব, রাকিবুল আলম চৌধুরী, সাদাত রহমান চৌধুরী, মোহাম্মদ আলমগীর প্রমুখ।
আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল স্কুল অলটারনেটিভ ও সমগ্র বাংলাদেশ। এ সময় স্কুল অল্টারনেটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম পোর্ট সিটি ইউনিভার্সিটির বর্তমান শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় শতভাগ কনসালটেন্সি ফি ফ্রি করার ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।












