ইইই ফেস্ট ২.০ তে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোবোটিকস ক্লাব রানার–আপ হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি নগরীর সাদার্ন ইউনিভার্সিটিতে এই ফেস্টে লাইন ফলোয়ার রোবোট এবং সকার বট এই দুটি ক্যাটাগরিতে ক্লাবটি বিজয়ীদের মধ্যে স্থান লাভ করে। লাইন ফলোয়ার রোবোট নিয়ে দ্য স্কোয়াড্রনস (মো. রাকিবুল ইসলাম রনি, ইফাজ আহমেদ নাইম, ইয়াসিন আরাফাত, মামুনুর রশীদ সিজান) এবং সকার বট নিয়ে টেসলা থান্ডারবোল্ট (মো. জাইফ হোসেন, তন্ময় দাশ শ্রাবণ, সৈয়দ রাহবার কামাল) নামে দুটি দল ক্লাবটির পক্ষ থেকে এই ফেস্টে অংশগ্রহণ করে। এর আগে ইইই ফেস্ট ১.০ তেও লাইন ফলোয়ার রোবোট নিয়ে ক্লাবটি রানার–আপ হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ছাত্রদের নিয়ে গঠিত এই পিসিআইঅইউ রোবটিকস ক্লাব ইতোপূর্বেও বেশকিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের তালিকায় নাম লিখিয়েছে। ২০২৪ সালে ৭ম আন্তর্জাতিক টেক কার্নিভালেও ক্লাবটি রোবোকুইজে ১ম এবং লাইন ফলোয়ার রোবোটে শীর্ষ পাঁচে স্থান করে নেয়। প্রেস বিজ্ঞপ্তি।