পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘ওভার দ্য বাউন্ডারি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি রবিন দাশ গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র লেকচারার ও মিডিয়া ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার শীল। কর্মশালায় ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল এবং মো. মাযহারুল ইসলাম মিথুন ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। তারা স্পোর্টস রিপোর্টিংয়ের বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালায় শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নেন এবং আধুনিক সাংবাদিকতার নানা দিক সম্পর্কে জানতে পারেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের সাংবাদিকতায় সততা, নৈতিকতা ও বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান। এ সময় ক্লাবের সাবেক সভাপতি শাহ্ আব্দুল্লাহ আল রাহাত, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












