পিসিআইইউ মিডিয়া ক্লাবের নেতৃত্বে রবিন-প্রান্ত

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পিসিআইইউ মিডিয়া ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই নির্বাচনে ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের শিক্ষার্থী রবিন দাশ গুপ্ত। সাধারণ সম্পাদক নির্বাচিত হন একই ব্যাচের শিক্ষার্থী প্রান্ত চৌধুরী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাঈনুল হাসান চৌধুরী। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আতাউস সামাদ রাজু ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল দাশ। নির্বাচন চলাকালে মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিভাগীয় চেয়ারম্যান দিলরুবা আক্তার, উপদেষ্টা সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, লেকচারার আকিবউলওয়াদুদ আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ খান মিলন এবং কর্মকর্তা নূরে আলম উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি রবিন দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী জানান, বিভাগের শিক্ষার্থীদের সংবাদিকতা ও যোগাযোগ বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে সবাই মিলে এক পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে পথচলা নিশ্চিত করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোশাক রপ্তানি বাড়াতে বিকেএমইএ বিজিএমইএকে একসঙ্গে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধশিক্ষাব্যবস্থার জাতীয়করণ ও শিক্ষা বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি