পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) স্প্রিং–২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হবে আজ শনিবার। নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়মনীতি ও শিক্ষা দর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিসিআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. মজিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, মোহাম্মদ আলী আজম স্বপন এবং খান মো. আক্তারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন। এছাড়াও অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন পিসিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সদস্য জহির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী। অরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. লকিয়ত উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।












