পিসিআইইউতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের প্রস্তুতি সভা

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) স্প্রিং২০২৬ সেমিস্টারের নতুন ক্লাস শুরুর প্রস্তুতি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি একাডেমিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী। এ সময় তিনি নতুন সেমিস্টারের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্প্রিং২০২৬ সেমিস্টারের একাডেমিক ক্যালেন্ডার, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ক্লাস শুরুর সময়সূচি, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন সেমিস্টারের একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার
পরবর্তী নিবন্ধআজকের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি