পিলখানা মহল্লা কমিটির সেক্রেটারি ও বিএনপি নেতা আলম সওদাগরের সহধর্মিণী নুর জাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাঁচলাইশ থানা জামায়াত। গতকাল এক শোকবার্তায় পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী ও সেক্রেটারি মাওলানা মুফিজুল হক মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, নুর জাহান বেগম ছিলেন ধর্মপ্রাণ, সৎ ও সমাজসেবায় অনুপ্রাণিত একজন মানুষ। তাঁর মৃত্যুতে এলাকায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ আলম সওদাগরসহ পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে তারা বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রেস বিজ্ঞপ্তি।












