পিবিআইয়ের হাতে গ্রেপ্তার অস্ত্র ও মাদক মামলার পলাতক নারী

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে অস্ত্র ও মাদক মামলার পলাতক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম। গত বৃহস্পতিবার বিকেল ৫ টা ১০ মিনিটে স্টেশন রোডের মদের মহলের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার পারুল আকতার (৪৫) চাঁদপুরের মতলব উপজেলার বিশুপুরের মৃত আবদুল সাত্তারের মেয়ে।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ১৬ অক্টোববর সদরঘাট থানাধীন কদমতলী মালি কলোনির পিছনে ১০০ বোতল ফেনসিডিল সিরাপ এবং ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ ৩ আসামিকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ। ওই সময় ১৩ জনের নামে মামলা হয়। তবে সদরঘাট থানা ৫ জন আসামি সনাক্ত করলেও ৮ জন আসামিকে সনাক্ত করতে পারেনি। আদালত পরবর্তীতে মামলার তদন্তভার পিবিআই চট্টগ্রাম মেট্রোকে দেন। সেই মামলার তদন্ত করতে দিয়ে তথ্য প্রযুক্তি সাহায্যে নারী আসামি পারুল আকতারকে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার পারুল আকতার একজন মাদককারবারী। সে ভাসমান ঠিকানা ব্যবহার করে ইতিপূর্বেও বিভিন্ন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিল।

পূর্ববর্তী নিবন্ধট্রেনের টিকিট কালোবাজারি রোধ করা যাচ্ছে না
পরবর্তী নিবন্ধজাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে আজ