পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান পিপলস ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের (পিআইসিএল) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘পিআইসিএল বিজনেস কনফারেন্স–২০২৪’ এ সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী।
সম্মেলনে কোম্পানিটির প্রধান কার্যালয় ও সারাদেশের শাখা অফিসসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সম্মেলনে পিআইসিএলের পরিচালক মোহাম্মদ আলী হোসেন বলেন, আমরা চাই আগামী দিনেও নিজেদের এগিয়ে নিতে। এ জন্য লক্ষ্যমাত্রা পূরণে সবার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। আমরা কর্মীদের জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু চলমান বৈশ্বিক সংকটের কারণে অনেক সময় চাইলেই সঙ্গে সঙ্গে হয় না। এজন্য আমাদের একটু সময় দিতে হবে। আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডলার সংকট সবাইকে প্রভাবিত করেছে। এমন প্রেক্ষাপটে আমাদের সবাইকে ২০২৪ সাল কঠিন চ্যালেঞ্জের মধ্যদিয়ে যেতে হবে। এজন্য আমাদের প্রতিটি কর্মীকে একনিষ্ঠভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা সেভাবেই করতে হবে। ইনশাআল্লাহ আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনাদের সঙ্গে নিয়েই কাঙ্খিত সফলতার দ্বারপ্রান্তে পৌছবো।
এ সময় যারা লক্ষ্যমাত্রা পূরণ করেছেন তাদের হাতে সনদ তুলে দেন ইনসুরেন্সের চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী এবং দুই পরিচালক মোহাম্মদ আলী হোসেন ও আমির হুমায়ুন আহমেদ চৌধুরী। এ ছাড়া সেরা শাখা ম্যানেজারদের হাতেও ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।