পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি নুভেদ মিজান ইকবালকে পরিচালক হিসেবে নিযুক্ত করেছে। সম্প্রতি কোম্পানির ৪৪৪তম পরিচালনা পর্ষদ সভায় তাকে এ পদে নিযুক্ত করেন। নুভেদ একজন তরুণ শিল্পপতি এবং পিএইচপি পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য।
নুভেদ মিজান যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক পরিকল্পনা এবং উদ্যোক্তা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি অক্সিজেন র্স্পোটস্ জোনের ম্যানেজিং পার্টনার এবং পিএইচপি নফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস্ লিমিডেট এবং পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস্ লিমিটেডের করপোরেট অর্থায়ন ও বিপণন কার্যাবলি তত্ত্বাবধান করছেন। প্রেস বিজ্ঞপ্তি।












