পিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভা

১০.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

দেশের শীর্ষ স্থানীয় বিমা প্রতিষ্ঠান পিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সকল নিয়মনীতি মেনে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সকল কমিটির চেয়ারপার্সন, সকল পরিচালক, সংবিধিবদ্ধ নিরীক্ষকে প্রতিনিধি, স্ক্রুটিনাইজার, ডিএসই, সিএসই ও বিএসইসির অবজারভার এবং ২৫০ এর অধিক শেয়ারহোল্ডারগণ ভার্চুয়াল লিংকের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।

কোম্পানির ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, পরিচালক ও ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারপার্সন মোহাম্মদ আলী হোসেন, পরিচালক মোঃ ফরহাদ আহমেদ আকন্দ, সাইফুল আরেফিন খালেদ, কবির আহমেদ, ফারজানা জাহান আহমেদ, মোঃ মাহবুবুর রহমান পাটোয়ারী, মোঃ আজিজুল হক, . জোৎস্না আরা বেগম, মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারপার্সন দিলশাদ আহমেদ, স্বতন্ত্র পরিচালক ও পলিসিহোল্ডার প্রোটেকশন এন্ড কম্প্লায়েন্স কমিটির চেয়ারপার্সন এম.এম.জি. সারওয়ার, স্বতন্ত্র পরিচালক এবং অডিট ও নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটির চেয়ারপার্সন পরায়ন চন্দ্র দেব বর্মন, উপদেষ্টা মোহাম্মদ হোসেন খালেদ, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. আজিজুল হোসেন, কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান শাহজাদা মাহমুদ চৌধুরী ও আবুল বাশার মুকুল এবং উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালন করেন কোম্পানি সচিব শেখ মোঃ সরফরাজ হোসেন। শেয়ারহোল্ডারগণ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদনমসূহ, ২০২৪ সালের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়াও পরিচালক নির্বাচন ও নিয়োগসহ ২০২৫ সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কম্প্লায়েন্স নিরীক্ষক বিষয়ে সিদ্ধান্ত গ্রহন ও অনুমোদন করেন।

সভার শুরুতেই কোম্পানি সচিব সংযুক্ত পরিচালকসহ সকলকে পরিচয় করিয়ে দেন এবং সভায় ভোট প্রদান সংক্রান্ত যাবতীয় নির্দেশনাবলী তুলে ধরেন। দোয়া পরিচালনার পরপরই চেয়ারম্যান সভা পরিচালনা করার অনুমতি প্রদান করলে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন এবং কোম্পানির ওভারভিউ তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, প্রবাসী বাংলাদেশি দোষী সাব্যস্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের সভা