পিপলস্‌ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হলেন দিলশাদ আহমেদ

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

দেশের শীর্ষ বীমা প্রতিষ্ঠান পিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হয়েছেন দিলশাদ আহমেদ। প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ এনআরসি কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সরকারের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইদরা) আগামী তিন বছরের জন্য এই নিয়োগ প্রদান করেছে। গতকাল শনিবার পিপলস্‌ ইন্স্যরেন্স কোম্পানী লিমিটেডের ৪৩১তম পরিচালনা পরিষদের বোর্ড সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন দিলশাদ আহমেদ। আহমেদ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও সিইও দিলশাদ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে
পরবর্তী নিবন্ধতদন্ত প্রতিবেদনে প্রয়োজনীয় সাক্ষীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না