পিন নম্বর পরিবর্তন করে উপবৃত্তির টাকা আত্মসাৎ

মহেশখালীতে শিক্ষক ও এজেন্ট গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:০৯ পূর্বাহ্ণ

মহেশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা গোপন পিন নম্বর পরিবর্তন করে আত্মসাতের দায়ে এক খণ্ডকালীন শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ (২৪)। সে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। স্থানীয় বাজারের নগদ ও বিকাশ মোবাইল ব্যাংকিং এজেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন (২২)। সে তাজিয়াকাটা গ্রামের মোকতার আহমদের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুতুবজোম তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম অভিযোগ করেন যে, উক্ত বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ এবং শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পেতে সহায়তার দায়িত্বে নিয়োজিত ছিল স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন। তারা দুইজনই যোগসাজশে গোপন পিন নম্বর পরিবর্তন করে শতাধিক শিক্ষার্থীর টাকা আত্মসাৎ করেছে। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে উক্ত স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে নগদ ৬৪ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়েছে। আরো কিছু টাকা তাদের মোবাইলে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজুরাছড়িতে কার্বারিকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধকরোনায় কমেছে রক্তদান