হাটহাজারী উপজেলার ফটিকার সমাজসেবিকা পিনু রাণী দে (৭৪) বার্ধক্যজনিত কারণে গত ১২ অক্টোবর সকালে পরলোকগমন করেন। তিনি এক পুত্র এক কন্যার জননী ছিলেন। গতকাল পারিবারিক মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।তাঁর মৃত্যুতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, অ্যাড, নিতাই প্রসাদ ঘোষ. অলক মহাজন, রিমন মুহুরী, অশোক কুমার নাথ, পরিমল কান্তি দে, সুজন তালুকদার, বিজয় দত্ত, বিপ্লব মুহুরী, কৃষ্ণ বণিক, পলাশ কুমার দে প্রমুখ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












