পিতা-মামার পর চলে গেলেন কলেজ ছাত্রী সোনিয়াও

পেকুয়ায় সড়ক দুর্ঘটনা

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ৮:৩২ অপরাহ্ণ

পেকুয়ায় ডাম্পার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত কলেজ ছাত্রী সোনিয়া আক্তারও মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল সোমবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া সদর ইউপির নন্দীরপাড়া স্টেশনে চকরিয়াগামী একটি অটোরিকশার সাথে পেকুয়াগামী বালিভর্তি একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশা চালক আবু তালেব (৩৮) ঘটনাস্থলে নিহত হন।
পরে হাসপাতালে নেয়ার পর কাস্টমস কর্মকর্তা ও কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকার বাসিন্দা আমিনুল কবির (৩৯) ও তার ভগ্নিপতি আক্কাস উদ্দিন (৪০) নিহত হন।
তারপর গুরুতর আহত অবস্থায় নিহত আক্কাস উদ্দিনের মেয়ে সোনিয়া আক্তার(১৬)কে চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান তিনি।
নিহতের স্বজনরা জানান, নিহত সোনিয়া আক্তার চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তিনি চট্টগ্রাম বন্দরের কাস্টমস কর্মকর্তা মামা আমিনুল কবির ও পিতার সাথে চকরিয়া যাচ্ছিলেন। দুই বোন দুই ভাইয়ের মধ্যে সোনিয়া সবার বড়।
এক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় ঢল নামে মানুষের।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় নিহত তিনজনকেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাময়িক বরখাস্ত কাউন্সিলর ইরফান
পরবর্তী নিবন্ধমানসিক ভারসাম্যহীন যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের ৩ দিন পর চমেকে মৃত্যু