পিতার ছুরিকাঘাতে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র পুত্র

বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে তর্কাতর্কি

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে বাবার ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট গ্রামে ঘটে এ মর্মান্তিক ঘটনা। ঘটনার পর পিতা বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। রাতে এই রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ তার হদিস পায়নি।

জানা যায়, ছুরিকাঘাতে নিহত পুত্র মো. সাহেদ (২৩) শেখ আকনের বাড়ির মো. নুরুজ্জামানের একমাত্র সন্তান। সাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

নিহতের মা ও ঘাতক মো. নুরুজ্জামানের স্ত্রী কামরুজ্জাহান বেগম বলেন, আমার স্বামী সৌদি আরব থাকা অবস্থায় সিলেটের এক মহিলার সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তুলে। গত মঙ্গলবার ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে সাহেদ বুধবার শহর থেকে বাড়ি চলে আসে। বিয়ের বিষয়টি সে বাবাকে জিজ্ঞেস করতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নিজের একমাত্র ছেলের বুকে ছুরি চালিয়ে দেয় আমার স্বামী। গুরুতর আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানী এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলে ক্ষিপ্ত হয়ে বাবার সাথে তর্কে জড়ালে বাবা ধারালো ছুরি দিয়ে ছেলেকে আঘাত করে বসে। পরিবারের সদস্যরা প্রথমে বেসরকারি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পিতাকে আটকের চেষ্টা করছে থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআজ জাকসু নির্বাচন, প্রস্তুত জাহাঙ্গীরনগর
পরবর্তী নিবন্ধডাকসুতে শিবিরের বিশাল জয়