হাটহাজারী অদুদিয়া মাদরাসা মাঠে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও বায়েজিদ) সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জামিয়া অদুদিয়া মাদরাসা মাঠে এ আয়োজন বিশাল সমাবেশে রূপ নেয়। মূলত এর মাধ্যমে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হল।
হাটহাজারী উপজেলা, পৌরসভা ও চসিক ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী লোকজন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।












