স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিডিবির বিদ্যুৎ বিতরণ বিভাগ পটিয়া ও কর্ণফুলী উপজেলার দুই শতাধিক গ্রাহক পেল জরুরী সেবা। এ সেবার আওতায় দিনব্যাপী গ্রাহক অভিযোগের তাৎক্ষণিক সমাধান, নতুন সংযোগ প্রদানসহ বিদ্যুৎ গ্রাহকদের নানা চাহিদা ও সমস্যার সমাধান দেয়া হয়। এছাড়াও তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ প্রদান, মিটার ও বিলের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও সমাধান দেয়া হয়। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ গ্রাহক সেবার উদ্বোধন করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পটিয়ার নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খাঁন, হুইপের বিদ্যুৎ সমন্বয়কারী এম নাসির উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী রাজু মন্ডল, মিজানুর রহমান, মো. সাহাবুদ্দীন, কামরুল হাসান, সিন্টু কুমার চৌধুরী, কাজল চক্রবর্তী, অপু চৌধুরী, মো. মনজুর আলম। এসময় নির্বাহী প্রকৌশলী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকার ঘোষিত গ্রাহক সেবা উদযাপন করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিক তাদের নানা সমস্যার সমাধান ও তাদের চাহিদা মত সেবা দেয়া হচ্ছে।