লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়ার লায়নিজমে ৫০ বছর উদযাপন করা হয়। উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন জহির উদ্দিন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেক কেটে এবং সম্মাননা স্মারক দিয়ে লায়ন রুপম কিশোর বড়ুয়াকে সম্মানিত করা হয়। গত ২৮ সেপ্টেম্বর লায়ন নগরীর একটি রেস্টুরেন্টে জিকো বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন আবু বক্কর সিদ্দিক। উপস্থিত ছিলেন পিডিজি লায়ন রফিক উদ্দিন আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহআলম বাবুল, লায়ন আসলাম চৌধুরী, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী, লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন হেলাল উদ্দিন, লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন মো. ইকবাল হোসেন সুমন, লায়ন শাহরিয়ার ইকবাল, লায়ন আশরাফুল ইয়াসিন, লায়ন সমীরণ বড়ুয়া, লায়ন দেলওয়ার হোসেন, লায়ন হাসিবুল হাসান চৌধুরী রাশেদ, লায়ন রাজিব বড়ূয়া, লায়ন বিদেশ বড়ূয়া, লায়ন ফারুক সুজন, লায়ন খাইরুদ্দিন হিরু, লায়ন ফয়সাল মিয়া, লায়ন জয় বড়ূয়া, লিও শওকত হোসেন, লিও দীপ্ত দে প্রমুখ। প্রধান অতিথি বলেন, লায়ন রুপম কিশোর বড়ুয়া আমাদের লায়ন জেলার গর্ব। তিনি কম সুবিধা বঞ্চিত মানুষের জন্য সব সময় সেবার হাতকে প্রসারিত করেছেন। উনার এই সেবাই উনাকে হাজার বছর বাঁচিয়ে রাখবেন মানুষের মাঝে। প্রেস বিজ্ঞপ্তি।