লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর পিডিজি ফোরামের এক সভা গত সোমবার চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফোরাম চেয়ারম্যান লায়ন এম এ মালেক। ফোরাম সেক্রেটারি লায়ন মঞ্জুর আলম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পিডিজি ফোরামের গঠনতন্ত্রসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে গঠনতন্ত্রের প্রয়োজনীয়তা, যুগোপযোগীকরণ এবং কার্যকর প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ফোরামের কাঠামো ও কার্যপরিধি পুনর্বিন্যাস এবং জেলা সংগঠনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যে সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
আলোচনায় পিডিজি ফোরামের ভবিষ্যত কর্মপরিকল্পনা, সংগঠনের ঐতিহ্য ও শৃঙ্খলা রক্ষায় প্রাক্তন নেতৃবৃন্দের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। জেলা নির্বাচনে অসুস্থ প্রতিযোগিতার অবসান এবং সুস্থ ও নৈতিক নেতৃত্ব বিকাশে ফোরামের কার্যকর অংশগ্রহণ নিয়েও বিভিন্ন মতামত প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে নেতৃত্বের বিকাশ, উন্নয়ন ও পরামর্শ প্রদানে পিডিজিদের সক্রিয় অংশগ্রহণের উপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় লায়ন্স জেলা ৩১৫–বি৪–এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন নাসির উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন মালেক, লায়ন আল সাদাত দোভাষ এবং লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন। সভায় ডিস্ট্রিক্টের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী উপস্থিত ছিলেন।