পিডিজি ফোরাম চট্টগ্রামের সভা

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:০৮ অপরাহ্ণ

লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের পিডিজি ফোরাম চট্টগ্রামের সভা গত শুক্রবার ফোরাম চেয়ারম্যান লায়ন এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় লায়ন্স জেলার সার্বিক পরিস্থিতি ও কর্মকান্ড নিয়ে বিশদ আলোচনা হয়। সেই সাথে জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে জেলার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বাস্তবায়নে পরামর্শ প্রদান করা হয়। একই সাথে ২০২৩২০২৪ সেবাবর্ষ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পিডিজি ফোরামের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। ফোরাম সভাপতি লায়ন এম এ মালেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাজমুল হক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন কবীর উদ্দিন ভুইঁয়া, লায়ন আলহাজ্ব নুরুল ইসলাম, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক আহমেদ, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, লায়ন কামরুন মালেক এবং লায়ন আল সাদাত দোভাষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম ধোপাছড়ি পরিদর্শনে এমপি নজরুল
পরবর্তী নিবন্ধফের মমতাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি