পিঠা-পুলি লোকজ সত্তার অন্যতম উপাদান

সিনিয়রস্‌ ক্লাবের অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার

| শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

চিটাগাং সিনিয়রস্‌ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে গতকাল ক্লাবের ইউসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। প্রধান অতিথির বক্তব্যে ডা. রাজীব রঞ্জন বলেন, বাংলার পিঠা-পুলি লোকজ সত্তার একটি অন্যতম প্রধান উপাদান। কৃষকেরা সারা বৎসর চাষাবাদ করে ঘরে ঘরে ফসল ও ফলনের যে সম্ভার গড়ে তুলেন এবং আনন্দময় চিত্তে জীবনকে উপভোগ করেন তারই আনন্দঘন আয়োজন পিঠা উৎসব। এই ধরনের আয়োজন আমাদের সমৃদ্ধি ও সম্ভাবনার জানান দেয়। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন, বদরুর রহিম চৌধুরী, ডা. সরফরাজ খান চৌধুরী, ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, কাজী মাহ্‌মুদ ইমাম (বিলু), মফিজুর রহমান, এডভোকেট মনতোষ বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম (মিরাজ), ওয়ালিউল আবেদীন সাকিল, এম. ইয়াকুব আলী এবং ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা)। পিঠা উৎসবে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, গোলাম মোস্তফা কাঞ্চন, ইঞ্জিনিয়ার পরিমল কান্তি চৌধুরী, এমআর দে (এফসিএ), মির্জা সালমান ইস্পাহানি, সুলতানুল আবেদীন চৌধুরী, লিয়াকত আলী খান, বেলায়েত হোসেন, মোহাম্মদ আব্বাস, অঞ্জন শেখর দাশ, প্রফেসর ডা. রেজাউল করিম, মোহাম্মদ আমিনুল ইসলাম, গোপাল কৃষ্ণ লালা, ডা. ভাগ্যধন বড়ুয়া, অশেষ কুমার উকিল, ফজলুল করিম ভূঁইয়া (টিপু), এনামুল হক ইকবাল, চিরঞ্জীব চৌধুরী, ডা. শেখ মোহাম্মদ শফিউল আজম, মির্জা মোহাম্মদ আকবর, ডা. মাহ্‌মুদ এ. চৌধুরী (আরজু), লিয়াকত আলী হাওলাদার, নির্মল কান্তি দেব, মোহাম্মদ মুছা দেবাশিষ পালিত, ডা. মো. আবুল কাশেম (মাসুদ), ডা. মোহাম্মদ লিয়াকত আলী খান, মোহাম্মদ শফি, একেএম. আসাদুজ্জামান (উজ্জল), আব্দুল কাইয়ুম চৌধুরী, বাসুদেব সিন্‌হা, মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, মইনুল ইসলাম চৌধুরী, এড. ফাহিম উদ্দিন চৌধুরী, সেতারা বেগম, সালমা লুচি প্রমুখ। পিঠা উৎসবের সঞ্চালনা করেন নুরুল আফসার মজুমদার (স্বপন) এবং স্বপনীল বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিনদিনব্যাপী বসন্ত উৎসবের দ্বিতীয় দিনে বর্ণিল আয়োজন
পরবর্তী নিবন্ধগাউছিয়া কমিটি ধুমপাড়া শাখার কাউন্সিল