করপোরেট প্রতিষ্ঠান পিটুপির সঙ্গে কক্সবাজারের ইনানী বিচস্থ অভিজাত পাঁচতারকা হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে পিটুপির প্রতিটি কনসার্নের হাই ভ্যালুড কাস্টমার, প্রিভিলেজড কার্ড হোল্ডার, সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা কক্সবাজারে বেড়াতে গিয়ে রয়েল টিউলিপ হোটেলে অবস্থান করলে কিংবা কোনো সার্ভিস নিতে চাইলে বিশেষ সুবিধা পাবেন। অন্যদিকে রয়েল টিউলিপের কর্মকর্তা, কর্মচারী, কাস্টমার ও কার্ড হোল্ডাররা পিটুপির প্রিমিয়াম ক্লদিং ব্র্যান্ড স্ট্রাইপ, পিটুপি ফার্নিচার এবং পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারে যেকোনো কেনাকাটায় বিশেষ সুবিধা পাবেন। পিটুপির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, চেয়ারম্যান সাদমান সাইকা শেফা এবং হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার আজেম শাহ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় পিটুপির হেড অব বিজনেস রুবায়েত বিন আবেদীন, কনসালন্ট্যান্ট (সেলস্, মার্কেটিং, কমিনিউকেশন) মোহাম্মদ হাসান ও হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্টের এজিএম নাবিদ আহসান চৌধুরী, ম্যানেজার শাহীন মোহাম্মদ নওশাদ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।.











