করপোরেট প্রতিষ্ঠান পিটুপির সঙ্গে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রোববার নগরীর খুলশীতে অবস্থিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড রুমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ফলে ইডিইউর ছাত্র-ছাত্রীরা পিটুপির সিআরএম, সেলস, ব্র্যান্ড, মার্কেটিং এবং ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন ডিপার্টমেন্টে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। তাদের মধ্যে যারা ভালো করবেন তারা পিটুপিতে জব করারও সুযোগ পাবেন। পিটুপি হবে তাদের জন্য ধারাবাহিকভাবে জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান। এছাড়া পিটুপির এমপ্লয়িরা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করতে পারবেন। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পিটুপির এমপ্লয়িদের জন্য উচ্চতর ডিগ্রি বা স্টাডি করার সুযোগ তৈরি করে দিবে।
পিটুপির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা আশরাফুল ইসলাম আলভী ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, উপাচার্য মোহাম্মদ সেকান্দার খান ও ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি সাঈদ আল নোমানের সম্মতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পিটুপির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফাহিম, সেলস্, মার্কেটিং এবং কমিনিউকেশনের কনসালন্ট্যান্ট মোহাম্মদ হাসান, ম্যানেজার (মানবসম্পদ ব্যবস্থাপনা) আমিনুল হাসান, ব্র্যান্ড টিমের জ্যেষ্ঠ নির্বাহী আনুশা ইসলাম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট ডীন প্রফেসর ড. মোহাম্মদ রকিবুল কবির, স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অ্যাসোসিয়েট ডীন প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, নেটওয়ার্কিং এন্ড প্লেসমেন্ট সেলের জ্যেষ্ঠ নির্বাহী তানজিদা আফরিনসহ অন্যান্যরা। সমঝোতা স্বারক স্বাক্ষরিত হওয়ার পর পিটুপি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির কর্মকর্তাগণদের ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।












