পিটুপি’র সাথে হাবিব তাজকিরাস, হ্যামার স্ট্রেন্থ ও উইন্ড অব চেইঞ্জের সমঝোতা স্মারক

| বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

করপোরেট প্রতিষ্ঠান পিটুপি’র সঙ্গে গতকাল বুধবার হাবিব তাজকিরাস, হ্যামার স্ট্রেন্থ জিম ও ফিটনেস সেন্টার এবং উইন্ড অব চেইঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড রুফটপ মিউজিক লাউঞ্জের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পিটুপি’র পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফাহিম এবং হাবিব তাজকিরাস, হ্যামার স্ট্রেন্থ ও উইন্ড অব চেইঞ্জের চেয়ারম্যান সৈয়দ জালাল আহমেদ রুম্মান এই চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় পিটুপির হেড অব বিজনেস রুবায়েত বিন আবেদিন, সেলস্‌, মার্কেটিং এবং কমিনিউকেশনের কনসালন্ট্যান্ট মোহাম্মদ হাসান, ম্যানেজার (মানবসম্পদ ব্যবস্থাপনা) আমিনুল হাসান, হাবিব তাজকিরাসের ম্যানেজার তানিম উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে পিটুপি’র প্রতিটি কনসার্নের প্রিভিলেজড কাস্টমার, কার্ড হোল্ডার, সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা হাবিব তাজকিরাস, হ্যামার স্ট্রেন্থ জিম ও ফিটনেস সেন্টার এবং উইন্ড অব চেইঞ্জে বিশেষ সুবিধা পাবেন। অন্যদিকে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন পিটুপি’র প্রিমিয়াম ক্লদিং ব্র্যান্ড স্ট্রাইপ, পিটুপি ফার্নিচার এবং পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারে।
উল্লেখ্য, নির্মাণ শিল্পের সবকিছু একই ছাদের নিচে এনে ২০১৩ সালে যাত্রা শুরু করে পিটুপি। পিটুপি’র রয়েছে নিজস্ব ডিজাইন ও নিজস্ব কনস্ট্রাকশন টিম। আছে নিজস্ব রড, সিমেন্ট, ব্রিকস, রেডি মিক্সের মতো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেধস আশ্রমকে জাতীয় আশ্রম ঘোষণার দাবি
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির সভা