পিটুপি ফ্যামিলির সাথে চট্টগ্রামের এক্সক্লুসিভ বিউটি সেলুন বিউটি বাফেটের সেবা বিনিময় বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর প্রবর্তক মোড়স্থ ইক্যুয়িটি জিএফ ফরচুন মলে বিউটি বাফেট লাউঞ্জে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পিটুপি ফ্যামিলির পক্ষে এই এমওইউতে স্বাক্ষর করেন পিটুপির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা এবং বিউটি বাফেটের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের কর্ণধার ইশরাত জাহান ইভা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিটুপির গ্রুপ এজিএম রামেন দাশ, ব্যাবসায়িক কনসালট্যান্ট মোহাম্মদ হাসান, পি আর ব্যবস্থাপক সৈয়দ রিদওয়ান উর রহমান, ইআরপি ম্যানেজার, আশরাফুল আলম, বিউটি বাফেটের ব্যবস্থাপক জান্নাত গুলশান আরা।
এছাড়া উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের আওতায় পিটুপির সকল গ্রাহক এবং পিটুপি ফ্যামিলির সকল প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং ক্লাব পিটুপির সদস্যবৃন্দ বিউটি বাফেটের সকল সার্ভিস ও প্রোডাক্টসে সর্বোচ্চ ২৫% পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও সেলুনের চারটি স্পেশাল প্যাকেজ পাবেন আকর্ষণীয় মূল্যে। একই সাথে বিউটি বাফেটের জিমে পাবেন ষান্মমাসিক ও বাৎসরিক সদস্য পদের উপর ২০% ছাড়। প্রেস বিজ্ঞপ্তি।












