পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মামুনের স্মরণসভা ও দোয়া মাহফিল গত ১৫ জুলাই চট্টগ্রাম পিজিসিবি ভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সহ–সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম সেন্ট্রাল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, চট্টগ্রাম জেলা জজ আদালতের পিপি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, পিজিসিবি গ্রিড সার্কেল চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপস কুমার ভৌমিক, নির্বাহী প্রকৌশলী নূরউদ্দিন ফরহাদ চৌধুরী, মঞ্জুর মোর্শেদ, সুবীর কান্তি নাথ, পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় সভাপতি দেওয়ান মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, আইডিইবির কেন্দ্রীয় সহ–সভাপতি ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড পরিচালক জাফর আহমেদ সাদেক, চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, লায়ন মাহবুবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. বদিউল আলম, মো. ইকবাল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দীন, হেলাল মোরশেদ সোহাগ, প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, মো. মিজানুর রহমান প্রমুখ। সভায় দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, দেশের মানুষের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন করতে গিয়ে প্রকৌশলী আল মামুন সর্বদা সেবা ও ত্যাগী মনোভাবে উদ্ধুদ্ধ থেকে উদারতার মানসিকতায় পেশাগত দক্ষতা দেখিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। বক্তারা মরহুম আল মামুনের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।












