পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) আহ্বায়ক কমিটির দায়িত্ব হস্তান্তর এবং প্রথম কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির (পিসিআইইউ) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়। পিজা এডহক কমিটির আহ্বায়ক পার্থ প্রতীম নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পিসিআইইউর রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পিসিআইইউ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রাক্তন সভাপতি সহকারী অধ্যাপক জুয়েল দাশ, বর্তমান চেয়ারম্যান দিলরুবা আক্তার, পিসিআইইউর পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসাইন এবং পিসিআইইউর প্রক্টর মো. রাশেদ খান মিলন।
প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ সবসময়ই বেশি। ভুঁইফোঁড় সংবাদমাধ্যমের ভিড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অ্যাসোসিয়েশন দেশ, জাতি ও সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে। বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইয়াসীর সিলমীর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে পার্থ প্রতীম নন্দী বলেন, পিজা এখন কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের শিক্ষাগত যাত্রার একটি স্মৃতি এবং পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য যে সেতু তৈরি করতে চেয়েছিলাম, আজ সেটি দৃশ্যমান ও কার্যকর। বক্তব্য রাখেন পিসিআইইউ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, লেকচারার আকিব উল ওয়াদুদ আলম প্রমুখ। উপস্থিত ছিলেন বিভাগের পিসিআইইউ মিডিয়াক্লাবের সদস্যগণ এবং বর্তমান শিক্ষার্থীরা। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। এ সময় আহ্বায়ক কমিটি নবনির্বাচিত কমিটির কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন। পিজার প্রথম কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি মুহাম্মদ ইমরান বিন ছবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সিনিয়র সহসভাপতি তাপস বড়ুয়া, সহসভাপতি মিশু পাল, যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, অর্থ সম্পাদক মো. সাখাওয়াত আলম রিমন, সাংগঠনিক সম্পাদক তোফায়েলুর রহমান, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, সদস্যপদ বিষয়ক সম্পাদক, মো. নাহিদুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, নির্বাহী সদস্য শারমিন আক্তার, একরামুল হক শামীম এবং জোবায়ের উল্লাহ সারজিল। প্রেস বিজ্ঞপ্তি।