পিছুটান

উজ্জয়িনী চক্রবর্তী | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

প্রতীক্ষা এবং পিছুটান

দুটি যেন কেরম বিভ্রান্তিকর দুটো শব্দ।

পিছুটান যা কখনো যায় না,

না ফেলা যায়, না যেন রাখা যায়।

সব ভুলে যেন কোথাও এক টুকরো রয়ে যায়

যা কংকরের মতো কাটে।

তবে….প্রতীক্ষা যেন আর তার নয়।

এ প্রতীক্ষা যেন এবার নিজের জন্যে।

হাত বাঁধা, গলাই কাঁটা,

আমি যেন ছেড়েও ছাড়তে পারিনা।

সে তো আর আসবে না,

না আমি চাই সে আসুক,

তবে সময়কে কি ঘুরোনো যায়?

 

অবাকপূর্ণ ব্যাপার এসব মিথ্যে জেনেও

নিজের থেকে লুকিয়ে রাখি,

বা হয়তো নিজেকেই লুকিয়ে রাখি।

যেন জানলে সব অজানা হয়ে যাবে,

বুঝলে সব হারিয়ে যাবে।

 

হাহা! হারিয়ে গিয়েও

শেষ বার গুছিয়ে নিলাম

আবার সেই ছড়ানো পাতা।

আর হাওয়াকে বলছি এবার

এসো না, যতই ঠান্ডা হোক,

এই তোলপাড় আর সইতে পারবো না।

পূর্ববর্তী নিবন্ধবড়ো অবেলায় এলেম যে
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে