নগরীর খুলশীর সেগুনবাগানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ১৬ ফেব্রুয়ারি ওব্যাট জুনিয়র হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডা. আর কে রুবেল।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজয় ’৭১ এর সভাপতি সজল কান্তি চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আশিক সাফা, ওব্যাট হেল্পার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, খোকন মজুমদার রাজীব, উত্তম কুমার দে, মোস্তাক রায়হান, ইশরাত পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দুঃস্থ, অসহায় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসা দরকার। অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।