পিছিয়েছে শিশু আরাফ হত্যা মামলার রায়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার শিশু আবদুর রহমান আরাফ (২) হত্যা মামলার রায় পিছিয়েছে। গতকাল বুধবার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও তা হয়নি। পরে আদালত (তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ) রায়ের জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আশা করছি পরবর্তী ধার্য তারিখে রায় ঘোষণা হয়ে যাবে।
২০২০ সালের ৭ জুন বাকলিয়া থানাধীন নুরুল আলম মিয়ার বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে শিশু আবদুর রহমান আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মো. ফরিদ, মো. হাসান ও নাজমা বেগম নামের তিন জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার এজহারে বলা হয়, পূর্বশত্রুতার জেরে একজনকে ফাঁসাতে শিশু আরাফকে হত্যা করা হয়।
আদালতসূত্র জানায়, এ মামলায় পুলিশ চার্জশিট দাখিল করলে গত বছরের ১০ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচারক।

পূর্ববর্তী নিবন্ধদেড়লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভাসানচরের উদ্দেশ্যে আরও দেড় হাজার রোহিঙ্গা