চন্দনাইশে পিকআপ ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ২ স্কুল ছাত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম পেছু মিয়া (৬০)। আহতরা হলো ১০ শ্রেণীর ছাত্রী জান্নাতুন নুর আলিফ (১৬) ও সামিহা (১৬) এবং সিএনজি চালক আবুল কালাম (৪৫)। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেটস্থ পুরাতন সড়ক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম–কঙবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন সড়ক ভবনের সামনে চট্টগ্রামমুখী একটি সিএনজি টেঙি ও কক্সবাজারমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন গ্রামের মৃত আলী আহমদের ছেলে পেছু মিয়া ঘটনাস্থলে নিহত হন। আহত দুই শিক্ষার্থী বিজিসি ট্রাস্ট পরিচালিত বেগম গুল চেমন আরা একাডেমির ১০ম শ্রেণীর ছাত্রী। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জান্নাতুন নুর আলিফ ও সিএনজি চালক কালামকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। আহত সামিহাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। পিকআপ ও সিএনজি টেঙিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।