পিকআপ চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:১২ পূর্বাহ্ণ

পটিয়ায় পিকআপ চাপায় ফাতাহুল বারী তারেক (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে পটিয়াবোলাখালী সড়কে ইটবোঝায় পিকআপের চাপায় এ ঘটনা ঘটে। নিহত তারেক একই ইউনিয়নের নন্দেরখিল গ্রামের বাসিন্দা আবদুল বারেকের পুত্র। স্থানীয় মো. রাজু নামে এক ব্যক্তি জানান, নিহত যুবক মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পটিয়া সদরের ব্যাংকে যাচ্ছিলেন। তিনি কৃষ্ণখালী বাজারের কাছে পৌঁছলে একটি টেঙিকে ওভারটেক করার সময় বোয়ালখালীমুখী একটি পিকআপ তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বিজিসি ট্রাস্ট কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িটি আটক করে পুলিশের হাতে তুলে দিলেও চালক পলাতক রয়েছেন।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, দুর্ঘটনায় দায়ী পিকআপ আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো ধরনের মামলা করতে অপরাগতা প্রকাশ করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআট মাসের দুর্ভোগের অবসান খুলে দেওয়া হলো মুরাদপুর কালভার্ট
পরবর্তী নিবন্ধআবহাওয়া স্বাভাবিক, ফের সাগরে যাচ্ছেন জেলেরা