পটিয়ায় একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িটির হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মো. হৃদয় (১৪) বাঁশখালী উপজেলার মনকির চর গ্রামের মো. মোহসেনের পুত্র। চট্টগ্রাম থেকে মুদি দোকানের মালামাল নিয়ে সাতকানিয়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালানোর সময় গাড়ির নীচে হৃদয়ের লাশটি দেখতে পায়। পরে তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাহফিম নওশাদ তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আনিসুর রহমান জানান, মহাসড়কের মনসা চৌমুহনী এলাকায় মালবোঝাই গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নীচে চাপা পড়ে গাড়ির হেলপার হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে। গাড়িটি জব্দ করা হয়েছে। পরিবারের কোন আপত্তি না থাকলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর চালকসহ হাসপাতালে আসলেও পরে হেলপারের লাশ রেখে কৌশলে সে পালিয়ে যায়।