পিকআপের সঙ্গে সংঘর্ষে নছিমন চালক নিহত

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় একটি পিকআপ ও নছিমনের (ট্রলি) মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আনোয়ারা বরকল সড়কের বিলপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম তৌহিদুল ইসলাম (২৪)। তিনি বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামের আবদুল করিমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তৌহিদুল ইসলাম ঘর থেকে নছিমনটি নিয়ে মালঘর বাজারে গ্যারেজের উদ্দেশ্য যাচ্ছিল। গাড়িটি বিলপুর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে সংঘর্ষ ঘটলে তৌহিদ গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে বরকল সড়কের বিলপুর রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম নামের এক চালকের মৃত্যু হয়েছে। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ১৩ কোটি টাকার গম কোথায় গেল
পরবর্তী নিবন্ধতিন বছরেও শেষ হয়নি উন্নয়ন কাজ, জনদুর্ভোগ চরমে