পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, চালকের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৫:২১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে একটি পিকআপের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রামখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. কাওসার (২৬)। তিনি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া জমিদার পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের পুত্র। নিহত কাওসার পেশায় একজন মাইক্রোবাস চালক।

জানা যায়, ভোরের দিকে ফটিকছড়ি থেকে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন চালক কাওসার। এ সময় হাটহাজারী এলাকায় পৌঁছলে নাজিরহাটমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের চালকসহ গাড়িতে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পথে কাওসার মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকিরা সেখানেই চিকিৎসাধীন আছেন। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. শাহেদ দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। গুরুতর আহতদের নামপরিচয় সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগণতান্ত্রিক শক্তিগুলোর সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : তারেক
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হতে যাচ্ছে ৩০টির বেশি দেশ