নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় পিকআপের ধাক্কায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এলভেন ডায়েস (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পাহাড়তলীর খ্রিস্টান বাড়ির পাঠান পাড়ার লেজলি ডায়েজের ছেলে। সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুরের এম ইউ ফ্যাশন লিমিটেডে তিনি সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিটি গেইটের চেক পোস্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটর সাইকেলে করে অফিসে যাওয়ার পথে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দিলে মোটর সাইকেলসহ ডায়েস কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন।
ঘটনার পরপর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পিকআপ, কাভার্ড ভ্যানসহ দুই চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।