সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রাক্তন স্কাউটস্ সংগঠন– প্ল্যাসিডিয়ান ওল্ড স্কাউটস্ গিল্ডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা সম্প্রতি নগরীর একটি সেমিনার হলে অনুষ্ঠিত হয়। প্রাক্তন সভাপতি সুজয় সেনগুপ্তের সভাপতিত্বে সভায় সঞ্চালক ছিলেন প্রাক্তন কার্যনির্বাহী পর্ষদ সাধারণ সম্পাদক বদিউর রহমান। তিনি তার বক্তব্যে গত তিন বছরের কার্যনির্বাহী পর্ষদের অনুষ্ঠান সমূহ সভায় তুলে ধরেন। প্রাক্তন কোষাধ্যক্ষ ইমরুল কায়েস গত তিন বছরের আর্থিক লেনদেনের বিবরণী দেন।
সভাপতি সুজয় সেনগুপ্ত গিল্ডের ভবিষ্যৎ ও ভিশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাধারণ সভা শেষে এন্সলেম মার্টিন, এম এ মুকিত এবং মো. ইমরান হোসেন ইমুর দায়িত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ রাশেদ চৌধুরীকে সভাপতি এবং এ এস এম মামুনুর রহমান মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অন্যান্যরা হলেন সহ–সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক ইয়ান চার্লস্ ক্রাউলি, কোষাধ্যক্ষ স্টিভ অস্কার ডি’ রোজারিও, প্রচার ও প্রকাশনা সম্পাদক এরল্ রবার্টসন সিড্িন, এক্সটারনাল এফায়ার্স সম্পাদক সুমন বড়ুয়া, সদস্য নুরুন্নবী দিপু, সানাউল্লাহ মুন্না, ইমরুল কায়েস, সাইফুল ইসলাম এবং ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে থাকছেন সুজয় সেনগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।












