‘পিএ’ এজাজকে দুদকের নোটিশ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

গতকাল ১৯ অক্টোবর দৈনিক আজাদীর প্রথম পৃষ্টায় প্রকাশিত ‘সম্পদের হিসেব দিতে ‘পিএ’ এজাজকে দুদকের নোটিশ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, ‘পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরীর বিরুদ্ধে মহল বিশেষ ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য দিয়ে তার সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এজাজ চৌধুরী অবৈধ জুয়া ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা আর তদবির বাণিজ্য করে নামে বেনামে কোটি কোটি টাকার মালিক বনেছেন বলে যে অভিযোগ সেটি সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এম এজাজ চৌধুরীর পরিবার ব্যবসায়িক পরিবার হিসেবে পরিচিত।
প্রতিবেদকের বক্তব্য ঃ প্রকাশিত প্রতিবেদনটি দুদক যে অভিযোগের প্রেক্ষিতে এম. এজাজ চৌধুরীকে নোটিশ পাঠিয়েছিল তার ভিত্তিতে করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোন মন্তব্য নেই।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা জহুর মাস্টার
পরবর্তী নিবন্ধচবি অফিসার সমিতির কর্মসূচি স্থগিত