পিএসজিতে আরও ৪ বছর নেইমার

| রবিবার , ৯ মে, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সকল গুঞ্জনের ইতি টেনে পিএসজিতেই থাকছেন নেইমার। প্যারিসের ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা। শনিবার নেইমারের চুক্তির বিষয়টি জানায় পিএসজি। ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে ফরাসি ক্লাবটিতে যোগ দেন নেইমার। এরপর থেকে বিভিন্ন সময়ে তার কাতালান দলটিতে ফেরা নিয়ে খবর বের হয়েছে। তিনি নিজেও অনেক সময় বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। আপাতত ২০২৫ পর্যন্ত আর বার্সেলোনায় ফেরা হচ্ছে না নেইমারের। ফরাসি মিডিয়ার খবর, নতুন চুক্তি অনুযায়ী পিএসজিতে বছরে তিন কোটি ইউরো বেতন পাবেন নেইমার। চুক্তির মেয়াদ বাড়ানোর পর ক্লাবের ওয়েবসাইটে নিজের প্রতিক্রিয়া জানান ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ‘২০২৫ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি খুশি।
সত্যিটা হলো, ক্লাবের প্রকল্পের অংশ হতে পেরে আমি খুব খুশি। দলটির হয়ে অনেক শিরোপা জিততে চাই, আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হলো চ্যাম্পিয়ন্স লিগ, সেটা জিততে চাই।’

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধফিল্ডিংয়ের ভুল এড়াতে প্রস্তুতি আফিফদের