পিএসএল শুরুর আগেই খেলোয়াড়দের হোটেলে আগুন

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

গতকাল থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিন্তু শুরু হওয়ার আগেই অস্বস্তিকর এক ঘটনার মুখে পড়েছে আয়োজকরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ঠিক আগে গতকাল শুক্রবার দুপুরে ইসলামাবাদের সেরেনা হোটেলের উপরের তলায় আগুন লাগে। ওই হোটেলেই অবস্থান করছিলেন পিএসএলের বিভিন্ন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। আগুন লাগার পর মুহূর্তেই পুরো হোটেল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সেই সময়কার কয়েকটি ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা আতঙ্ক তৈরি করে দর্শকদের মধ্যে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং হোটেলের কুলিং সিস্টেম থেকে আগুনের সূত্রপাত হয়। ইসলামাবাদের ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)-এর বরাতে পাকিস্তানের সামা টিভি জানায়, হোটেলের পঞ্চম তলায় থাকা কুলিং সিস্টেমে ত্রুটির কারণে আগুন লাগে। সিডিএর জরুরি বিভাগের পরিচালক জাফর ইকবাল বলেন, ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ও ৫০ জন দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভাগ্য ভালো, কেউ আহত হননি। খেলোয়াড় ও অতিথিদের নিরাপত্তার স্বার্থে দ্রুত হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়। আগুন হোটেলের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধপিএসএলে এক বছর নিষিদ্ধ দ.আফ্রিকার কর্বিন বশ
পরবর্তী নিবন্ধহামজার পর এবার সামিত সোমকে ঘিরে আশার আলো দেশের ফুটবলে