পিএসএলে ১০ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধন

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

আইপিএলে উপেক্ষিত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে যাচ্ছেন। আইপিএল থেকে বাদ পড়ার তিন দিন পর তাকে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ। পিএসএলে খেলবেন এই বাঁহাতি পেসার। ইতোমধ্যে নিবন্ধনও সেরেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। টুর্নামেন্টটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে গতকাল তাকে স্বাগত জানানো হয়েছে। ফেসবুক পেইজে লেখা হয়, ‘ব্যাটাররা সাবধান নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।’ সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএল ১১এর জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন কার্যক্রম চলছে এবং আগামী ২০ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। সেই তালিকায় ইতোমধ্যে নাম লিখিয়েছেন মোস্তাফিজ, সাকিব, তাসকিন, রিশাদ, তানজিদ তামিমসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার। এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, একই দিন আইপিএলেরও পর্দা উঠবে। ৮ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ৩ মে পর্যন্ত। সূচির এই মিল কাকতালীয় হলেও, মুস্তাফিজের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ ও সুযোগের গল্প। গেল আসলে মুস্তাফিজ দল না পেলেও এবারের আসরে বেশ সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে পিএসএল খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে সেবার ৫ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরতে যাচ্ছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা মোস্তাফিজের জন্য পিএসএল হতে যাচ্ছে নতুন পরিচয়ের মঞ্চ।

পূর্ববর্তী নিবন্ধউচ্চ শিক্ষায়, কলোকুইয়াম, সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সের গুরুত্ব
পরবর্তী নিবন্ধএকাডেমি কাপ ফুটবলে শোভনীয়া ও পাঠানটুলীর জয়