বাংলাদেশের টি–টোয়েন্টি দলে না থাকায় গত কয়েক দিন ধরে লাল বলে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। সামনেই শ্রীলঙ্কা সফরে খেলবেন টেস্ট সিরিজে। হুট করেই তার সামনে এলো সাদা বলের ক্রিকেটের হাতছানি। তাকে দলে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম সুযোগ পেলেন মিরাজ। কালান্দার্সে তিনি সতীর্থ হিসেবে পাবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। প্রায় ছয় মাস পর কালান্দার্সের ম্যাচ দিয়েই রোববার ক্রিকেটে ফিরেছেন সাকিব। এই ম্যাচ জিতে প্লে–অফে খেলা নিশ্চিত করেছে কালান্দার্স। এলিমিনেটর ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার। সব ঠিক থাকলে মিরাজ খেলবেন সেই ম্যাচে। হেরে গেলে এক ম্যাচ খেলেই শেষ হবে তার পিএসএল অভিযান। দল জিতে গেলে বা ফাইনাল পর্যন্ত গেলে আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গতকাল সোমবার সকালে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেন মিরাজ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস দুপুরে জানান, আগামী রোববার পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে তাকে। পিএসএলের ফাইনাল সেদিনই। বাংলাদেশের টি–টোয়েন্টি দলে জায়গা হারানো মিরাজের জন্য এটি একটি সুযোগ এই সংস্করণের নিজের সামর্থ্য দেখানোর। ভারত–পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়ার আগে একই দলে খেলেছেন রিশাদ হোসেন। তবে চলতি আসরে আর লাহোরে যোগ দেওয়ার সম্ভাবনা নেই তরুণ লেগ স্পিনারের। প্রথম পর্বের ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লে–অফ নিশ্চিত করেছে লাহোর। রোববার রাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়েছে তারা। ওই ম্যাচ দিয়ে দলটির হয়ে অভিষেক হয়েছে সাকিবের। মাঠে ফেরার ম্যাচে ভালো করতে পারেননি ৩৮ বছর বয়সী তারকা। ব্যাট হাতে প্রথম বলে আউট হওয়ার পর ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। মিরাজ ১৫৩ ম্যাচ খেলে ১১৮.৫৮ স্ট্রাইক রেটে রান করেছেন ২ হাজার ৯৯, ওভারপ্রতি ৭.৫৫ রান দিয়ে উইকেট নিয়েছেন ১০৭টি। গত বিপিএলে তিনি হয়েছিলেন ম্যান অব দ্যা টুর্নামেন্ট।