পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ার পর নাম সরিয়ে নেওয়ায় বড় শাস্তি পেয়েছেন কর্বিন বশ। দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডারকে প্রতিযোগিতাটি থেকে এক বছর নিষিদ্ধ করা হয়েছে। পিএসএলের আসছে আসরের জন্য গত জানুয়ারির ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে বশকে দলে নেয় পেশাওয়ার জালমি। কিন্তু আইপিএলে ডাক পাওয়ায় গত মাসে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে তার এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠায় পিসিবি। তাকে তার চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্তের ন্যায্যতা প্রমাণ করতে বলা হয়। এবার তাকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে দেওয়া হলো। দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার লিজাড উইলিয়ামসের চোটে আইপিএলে সুযোগ পান বশ।
চলতি আসর থেকে উইলিয়ামস ছিটকে পড়লে তার বদলি হিসেবে বশের সঙ্গে চুক্তি করে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরই পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন বশ। পিএসএলে নিষেধাজ্ঞার শাস্তি মেনে নিয়ে নিজের সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন বশ। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের মানুষ, পেশাওয়ার জালমির সমর্থক ও বৃহত্তর ক্রিকেট সমপ্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আইপিএলের চলতি আসরে এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বশ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এর আগে রাজস্থান রয়্যালসের নেট বোলার ছিলেন তিনি। পরে তাকে ন্যাথান কোল্টার–নাইলের বদলি হিসেবে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তখন যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবারে আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না মুম্বাইয়ের। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কেবল একটি জিততে পেরেছে তারা।