বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েও খেলতে পারছেন না সাকিব আল হাসান। যদিও চিটাগাং কিংস চমক দেখিয়ে তাকে প্লেয়ার্স ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছিল। তবে সাকিব কিন্তু থেমে নেই। বাংলাদেশের সেরা এই অলররাউন্ডার এখন খেলতে চান পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। টুর্নামেন্টের দশম আসর বসবে এপ্রিলের দ্বিতীয় ভাগে। একই সময়ে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে ডাক না পাওয়া খেলোয়াড়দের নিয়ে পিএসএলে আগ্রহ বেড়েছে। এবারের প্লেয়ার্স ড্রাফটে আছে বাংলাদেশের ৮ জন ক্রিকেটারের নাম। যাদের প্রায় সবাই আইপিএলের ড্রাফটেও ছিলেন। বাংলাদেশ থেকে সাকিব ছাড়া পিএসএলের ড্রাফটে আছেন মোস্তাফিজুর রহমান, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। তারা শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডের তালিকায় আছেন।