পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েও খেলতে পারছেন না সাকিব আল হাসান। যদিও চিটাগাং কিংস চমক দেখিয়ে তাকে প্লেয়ার্স ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছিল। তবে সাকিব কিন্তু থেমে নেই। বাংলাদেশের সেরা এই অলররাউন্ডার এখন খেলতে চান পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। টুর্নামেন্টের দশম আসর বসবে এপ্রিলের দ্বিতীয় ভাগে। একই সময়ে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে ডাক না পাওয়া খেলোয়াড়দের নিয়ে পিএসএলে আগ্রহ বেড়েছে। এবারের প্লেয়ার্স ড্রাফটে আছে বাংলাদেশের ৮ জন ক্রিকেটারের নাম। যাদের প্রায় সবাই আইপিএলের ড্রাফটেও ছিলেন। বাংলাদেশ থেকে সাকিব ছাড়া পিএসএলের ড্রাফটে আছেন মোস্তাফিজুর রহমান, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। তারা শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডের তালিকায় আছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত